
দক্ষিণ সুরমা উপজেলা মোগলা বাজার ইউনিয়নে উইনিং ইংলিশ ল্যাগুয়েজ ক্লাবের উদ্যোগে গত ২৩শে আগস্ট শনিবার সকাল ১১টায় ইউনিয়ন হলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল ভর্তিকৃত স্পোকেন ইংলিশ ব্যাচ্ ২৬৯ ও ২৭০ এর বিদায়ী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদানসহ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
উইনিং ইংলিশ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল উদ্দিন স্যারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক সাইদুর রহমান আহাদ স্যারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট শামছুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদ-১ এডভোকেট সলমান উদ্দিন,সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট সালেহ আহমদ,প্রতিষ্ঠানের শিক্ষক রাহী,উজ্জ্বল ও মুন্না স্যার ছাড়াও অনলাইন মিডিয়া,সাংবাদিকসহ সামাজিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
নতুন ব্যাচে 𝐇𝐒𝐂 শিক্ষার্থীদের জন্য 𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 ও IELTS(AC/GT)কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
যোগাযোগ:উইনিং ইংলিশ ল্যাগুয়েজ ক্লাব,মোগলা বাজার,সিলেট।






প্রতিবেদক:- সুহেল আহমদ (সম্পাদক), সুরমা দর্পণ।