
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের সময় তাদের প্রতিষ্ঠানের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
বিদ্যালয় ও মাদ্রাসাগুলো পরিদর্শনের সময় দেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।
এম এ মালিক বলেন ভবিষ্যতে সবাইকে নিয়েই দেশ গঠন করতে হবে। আমাদের শিক্ষার হার আরও বেশি করতে হবে। এই অঞ্চলের মেয়েরা শিক্ষার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়েছে, ছেলেদেরও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নেয়ার যথাযথ উদ্যােগ করতে হবে। এলাকার উন্নয়নে, দেশের উন্নয়নে, জাতি গঠনে ছাত্র ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই তেতলি ইউনিয়ন থেকে আগামীতে জাতীয় পর্যায়ে অনেকেই নেতৃত্ব দিবে, এভাবেই সকলকে গড়ে ওঠার আহবান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
দল যদি মনোনয়ন দেয় তিনি আগমী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন দল যদি তাকে মনোনয়ন নাও দেয় তবুও সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। যেকোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় তিনি মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, নিশ্চিতপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ১৫ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এসময় বিএনপি নেতা এম এ মালিক এর সাথে ছিলেন তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, যুগ্ম সম্পাদক শাহ আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক :
মোঃ সাহেদ আহমদ
সুরমা দর্পণ ডেস্ক: 









