
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের খবরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ।
প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নেমে আসা জনতা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে।
এদিকে কাঠমান্ডু উপত্যকার ভৈসেপাটিতে মন্ত্রীদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে এবং উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তাদের সেনা ব্যারাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা ইতোমধ্যে ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়েছে। এ সময় দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে স্লোগান শোনা যায়।
এছাড়া সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বলকোটে অবস্থিত ব্যক্তিগত বাসভবনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার সকালে আগুন লাগার পর পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সুরমা দর্পণ ডেস্ক :
সুরমা দর্পণ ডেস্ক: 

















