
.
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে লন্ডনস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম । ৩১ অক্টোবর ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় এই সভা হয়।
যুক্তরাজ্য যুবদল প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নড়াইল মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিনুল হাসান মানিকের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
নিউহ্যাম বিএনপির সদস্য মো: সাইফুদ্দিন
ইস্পাহানী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ গিয়াস বাপ্পী, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, জহুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস হাসানুজ্জামান রনি, সাবেক ছাত্রদল নেতা আল আমিন রিজভী, যুক্তরাজ্য বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক ছাত্রদল সহ-সভাপতি- ও খুলনা বিভাগীয় সমিতির সভাপতি নাহিদ নেওয়াজ রানা, খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদ সুমন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এনাম আসগর, ঢাকা এ্যসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি ব্যরিস্টার মুফতি নাফিজ, সাবেক ছাত্রনেতা শেখ তরিকুল ইসলাম, আইনজীবী ফোরাম ইউকে’র সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব তোহা, জিয়া পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সবুজ চৌধুরী।
সভায় পারভেজ মল্লিক দলের দূর্দিনে যুক্তরাজ্যে যে ভূমিকা রেখেছেন তা স্মরণ করে দিয়ে বক্তারা বলেন, তার ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বক্তারা দলের হাইকমান্ডের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবেদক:
সুহেল আহমদ
সম্পাদক: সুরমা দর্পণ।
সুহেল আহমদ 








