
ঢাকা-সিলেট মহাসড়কের যানজট দ্রুত নিরশন ও সিলেটের সকল এলাকার রাস্তা গুলো দ্রুত সংস্কার করতে হবে।
না হলে সিলেটের সকল জণগণ কে নিয়ে
ছাত্রজনতা মাঠে নামতে বাধ্য হবে।
দাবী কিভাবে আদায় করতে হয় এদেশের ছাত্রজনতা ভালো করে জানে।
সিলেটের মানুষের ভদ্রতা কে দুর্বলতা মনে করবেন না,
আমরা শান্ত সিলেট কে অশান্ত করতে চাই না।
আর যদি আপনারা সংস্কার করতে না পারেন
তাহলে পরিস্কার বলে দিন এই সিলেটের কাজের জন্য আপনাদের কোনো বরাদ্ধ নেই,
দেশের সব বিভাগেই কাজ করেন, কিন্তু সিলেটের কাজের ক্ষেত্রে বৈষম্য কেনো?
আমরা ঢাকা-সিলেট মহাসড়ক সহ সিলেটের সকল রাস্তার দ্রুত সংস্কার চাই।
মাহমুদুল হাসান নোমান
সাধারণ সম্পাদক
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ।
সুরমা দর্পণ ডেস্ক :
সুরমা দর্পণ ডেস্ক: 









