
.
দুনিয়ার মায়া ত্যাগ করে চীরদিনের জন্য পরপারে চলে গেলেন অসংখ্য হুফফাজের শিরতাজ রেঙ্গাআশুগঞ্জ দাখিল মাদ্রাসা র সাবেক ভারপ্রাপ্ত সুপার, ইলাইগঞ্জ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা র সাবেক সহকারী শিক্ষক ও গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মোঃ জামাল উদ্দীন আজ (২৫.১০.২৫) শনিবার ভোর ৭.৩০ মিনিটে পার্ক ভিউ হসপিটালে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা তাঁর দীর্ঘ দিনের মেহনতে গড়ে উঠা দ্বীনি বিদ্যাপীঠ “রেঙ্গাআশুগঞ্জ দাখিল মাদ্রাসা” মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পূর্ব মরহুমের স্মৃতিচারণ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিভিন্ন মহলের সম্মানিত ব্যক্তিবর্গ।
জানাজায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সহসভাপতি ও ভাদেশ্বর মডেল ফাদ্বিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ শুয়াইবুর রহমান, গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল আম্ভিয়া, দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, তাফসিরুল কুরআন দাখিল মাদ্রাসা র ভাইস প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদীন, রেঙ্গাআশুগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফখরুল ইসলাম, মানিকপুর লতিফিয়া দারুল কুরবন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ খছরুজ্জামান,ইলাইগঞ্জ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা র সহসুপার মুফতি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুস আলী আকিলপুরী, রাখালগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ মনজুর আহমদ, মোগলাবাজার হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোঃ আবুল হাসান, দৌলতপুর শাহসুফি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবিদুর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগরাবাজার থানা সভাপতি ছাত্রনেতা জামিল আহমদ, রেঙ্গাআশুগঞ্জ দাখিল মাদ্রাসা’র সহসুপার দুলাল আহমদ, ভাদেশ্বর মডেল ফাদ্বিল মাদ্রাসার হিসাব রক্ষক মাওলানা জাকারিয়া আহমদ, কলাবাগান লতিফিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা সালেহ আহমদ শাহিন,গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ নূরুল ইসলাম, রেঙ্গাআশুগঞ্জ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হীরা মিয়া, সহসভাপতি আব্দুল্লাহ মিয়া, মরহুম হাফিজ মাওলানা মোঃ জামাল উদ্দীন’র উস্তাদ হাফিজ শফিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার প্রষ্টাকালীণ সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী, উপজেলা বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান টিপু, সিলাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার সাবেক তালামীয নেতা আলতাফ হোসেন, ইসলামিক ফাউণ্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা সুপারভাইজার মাওলানা সাব্বির আহমদ, আল-ইসলাহ নেতা মাওলানা শহিদুল হক হোসেনপুরী, রেঙ্গাআশুগঞ্জ মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোঃ হাবিবুর রহমান এবং সিকন্দরপুর পূর্ব মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিম উদ্দিন প্রমূখ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি।
সুরমা দর্পণ ডেস্ক:
এনাম উদ্দিন সামি 








