
হযরত মুহাম্মদ সা. গোটা মানব জাতির রহমত.. –অধ্যক্ষ একেএম মনোওর আলী–
ঐতিহ্যবাহী রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও মাদ্রাসা ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আজ (২১ সেপ্টেম্বর) বেলা ১১.০০ ঘটিকায় এক মুবারক র্যালি বের করা হয়। র্যালিটি রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসা থেকে বের হয়ে ইলাইগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় রেঙ্গা আশুগঞ্জ মাদ্রাসায় সমাপ্ত হয়।মুবারক এ র্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হীরা মিয়া মেম্বার, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ফখরুল ইসলাম, সহসভাপতি আব্দুল্লাহ মিয়া ও দক্ষিণ সুরমা সরকারী কলেজ তালামীযের সাবেক সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ।

র্যালি পরবর্তী আলোচনা সভা ও মাস ব্যাপি আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব বলেনঃ রাসুল সা. মহব্বতে আশিকে রাসুলগন মুবারক র্যালি করেন এটা নতুন কিছু নয়। আমরা র্যালিতে যে না’ত গাই তাও নতুন নয়। মহানবী সা. মক্কা থেকে যখন মদীনায় হিজরত করেন তখন সাহাবায়ে কেরামগন এমনটি করেছিলেন।শুধু নিয়মের পরিবর্তন মাত্র।
তিনি আরোও বলেনঃ নবী সা. গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করেছেন।আর রহমতকে কেন্দ্র করে খুশির কথা স্বয়ং আল্লহর নির্দেশে পাওয়া যায়। আজ এই রেঙ্গা আশুগঞ্জ মাদ্রাসার কঁচি মনা শিক্ষার্থীদের আয়োজনটি প্রশংসার দাবীদার বলে মনেকরি।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফখরুল ইসলাম, সহ-সুপার মাস্টার দুলাল আহমদ’র সঞ্চালনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হীরা মিয়া মেম্বার এবং সহসভাপতি আব্দুল্লাহ মিয়া’র সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মোঃ নোমান সৎপুরী বলেনঃ মানবতা মুক্তির সনদ হযরত মুহাম্মদ সা. জাহিলিয়াতের কুসংস্কারকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। তিনি বলেন আজকের দিনে দেশ, সমাজ ও জাতিকে আলোর পথ দেখাতে হিংসা বিবেধ ভূলে রাসুল সা. এর সুমহান আদর্শ অর্জনে এগিয়ে আসতে হবে। জেলা সভাপতি প্রসঙ্গ ক্রমে বলেনঃ আমাদের পীর মুর্শিদ সকল ক্ষেত্রে ত্যাগের নজরানা শিখিয়ে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলার অফিস সম্পাদক হাফিয মাওলানা আব্দুশ শহিদ, লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল আজিজ, দাউদিয়া গৌছ উদ্দীন সিনিয়র মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবুর আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সদ্য সাবেক সুপার মাওলানা মুহাম্মদ খছরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আল মাহমুদ বেলাল, ডাঃ আব্দুল আলিম, অভিভাবক সদস্য হাফিয মোঃ শফিকুর রহমান, সাইফ উদ্দীন আনছার মিয়া, মইজ উদ্দীন গেদা, সুরমান আলী, দেলওয়ার মিয়া, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফরহাদ আহমদ, ক্বারী শিহাব উদ্দীন, মাস্টার আব্দুল করিম, হাফিয মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষিকা ঝুমা বেগম, রিমা বেগম, জাকেরা বেগম, শাহরিন জান্নাত, ছাত্র সংসদের ভিপি ও মাদ্রাসা তালামীয সভাপতি মাহবুবুর রহমান মারজান ও জিএস জামিল আহমদ প্রমূখ।
পরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন জামিল হোসেন।
প্রতিবেদক;
এনাম উদ্দিন সামি, সুরমা দর্পণ।
এনাম উদ্দিন সামি 















