
কিশোরকন্ঠ পাঠক ফোরাম,সিলেট জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর শুভ উদ্বোধন হয়েছে।

আজ ২৫ আগষ্ট (সমবার) ২০২৫ তারিখে নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তোফায়েল আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সিলেট জেলা পশ্চিমের পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান, মজদুদ্দিন আহমদ আমীম, শেখ মুফাক্কির হোসাইন, আবু তাহের চৌধুরী, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ইয়াছিন আহমদ, ময়নুল ইসলাম, আবু তাহের সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
সিলেটের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫” আগামী ৩১ অক্টোবর ২০২৫ এ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার (ট্যালেন্টপুল, সাধারন ও বিশেষ) ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক শ্রেনীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে আকর্ষনীর পুরুষ্কার। এতে সিলেট জেলা পশ্চিমের অন্তর্ভূক্ত উপজেলাসমূহের (সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার শুধুমাত্র নন্দিরগাও ইউনিয়ন) যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন (গুগল ফরম) এবং অফলাইন (স্কুল প্রতিনিধি) দুই মাধ্যমেই।
⇨ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
https://forms.gle/HybYvE6HpbQVc4Gj9
⇨ প্রয়োজনে যোগাযোগ:
01791-629996 (মাহমুদুর রহমান)
01763-802281 (আহমদ আমীম)
01773-656396 (আবু তাহের চৌধুরী)
প্রতিবেদক:- মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণ।
মোহাম্মদ জাকির হোসাইন 









