
.
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ২০২৫, শনিবার, তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদরাসায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।
বড়লেখা উপজেলা সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আহমদ এর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চান্দগ্রাম এ.ইউ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী, সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি জীবান আহমদ, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী, চান্দগ্রাম এ.ইউ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জহুরুল ইসলাম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি আমানুর রহমান, তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বড়লেখা সরকারী কলেজ সভাপতি রায়হানুর রহমান, বড়লেখা উপজেলা সহ-সভাপতি মুসলিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
প্রতিবেদক:
সুহেল আহমদ,
সম্পাদক: সুরমা দর্পণ।
সুহেল আহমদ 








