Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১ মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার গুঞ্জন। ফুলসাইন্দ প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ। সিলেট চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা। পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনার লন্ডনে তাৎক্ষণিক প্রতিবাদ। তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মাওলানা আব্দুল হান্নান তুরুকখলীর ‘সাহিত্যকর্ম’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত। বয়লার রুমে কাজ করছিলেন ৬ শ্রমিক, বি*স্ফো\\র*ণে ঝলসে যান সবাই। হাফিজ জামাল উদ্দীনের জানাজা রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে সম্পন্ন . ইমামকে হু’ম’কি ও অ*প*হ’র’ণ: ই-স-ক-নে-র ভূমিকা উদ্বেগজনক, দো-ষী-দের দ্রুত বিচার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
"এতিমের জায়গা দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

দক্ষিণ সুরমায় জামায়াত নেতার বি*রু*দ্ধে গুজব রটানো হয়েছে,

নিজের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করেছেন জনাব জবর মিয়া, ২০০৮ সালের আগে দীর্ঘ সময় লন্ডনে প্রবাস জীবনযাপন করেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ভাইদের সাথে যৌথভাবে জমি ক্রয় করেন এবং পৈতৃক বাড়িতে একটি ভবন নির্মাণও করেন।
২০০৮ইং তিনি দেশে ফিরে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হন এবং জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এখানেই শুরু হয় বড় ভাই আওয়ামী লীগ নেতা মরহুম ইছন মিয়ার সাথে জমি-জমা নিয়ে বিরোধ।

তাঁর বড় ভাই, সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মরহুম নুরুল ইসলাম ইছন মিয়া, সদ্য (২০০৮) জামায়াতে যোগ দেওয়ায় মরহুম ইছন মিয়া ছোট ভাই জবর মিয়ার ওপর চাপ সৃষ্টি করেন এবং জামায়াত থেকে সরে আসার জন্য চাপ দেন, কিন্তু জনাব জবর মিয়া উনার সিদ্ধান্ত অবিচল থেকে সেই চাপ উপেক্ষা করে জামায়াতের ব্যানারে চেয়ারম্যান পদে প্রার্থী হন।

আরও পড়ুনঃ  সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১

কিন্তু ফলাফল হয় আরো ভয়াবহ এক সময়ের পারিবারিক সম্পর্ক রূপ নেয় দ্বন্দ্বে, প্রতিশোধে, সম্পত্তি দখলের খেলায়। প্রথমে তাঁকে ব্যবসা থেকে বিচ্ছিন্ন করা হয়, পরে জমিজমি থেকে বঞ্চিত করা হয়, এবং শেষে নিজের পৈতৃক বাড়ি থেকেও উচ্ছেদ করা হয়। এমনকি তাঁর স্ত্রীর কাবিনের জমিও ইছন মিয়া উনার এবং ভাইদের নামে রেকর্ড করে নেন।

জনাব জবর মিয়া আইনের শরণাপন্ন হয় এবং জরিপে ৩০ /৩১ দ্বারা শেসে তিনি তাঁর অধিকার ফিরে পান। মৌজাঃ লক্ষীপাশা, খতিয়ান নং ১১৮১, জে.এল. নং ৪৭ অনুযায়ী ৯ শতক জমিও তাঁর মালিকানায় ফেরত আসে এবং সেই জমিতে বর্তমানে যে বর্গাচাষী চাষ করে আসছিলেন, তাঁকে তিনি ৯ শতক বাদ রেখে মৌখিক নোটিশ করেন। সর্বশেষ এই তথ্য সংগ্রহ করেন সুরমা দর্পণের স্টাফ রিপোর্টার।

প্রতিবেদক :
মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১
Tag :

সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১

"এতিমের জায়গা দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

দক্ষিণ সুরমায় জামায়াত নেতার বি*রু*দ্ধে গুজব রটানো হয়েছে,

আপডেটের সময়: ১০:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

নিজের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করেছেন জনাব জবর মিয়া, ২০০৮ সালের আগে দীর্ঘ সময় লন্ডনে প্রবাস জীবনযাপন করেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ভাইদের সাথে যৌথভাবে জমি ক্রয় করেন এবং পৈতৃক বাড়িতে একটি ভবন নির্মাণও করেন।
২০০৮ইং তিনি দেশে ফিরে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হন এবং জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এখানেই শুরু হয় বড় ভাই আওয়ামী লীগ নেতা মরহুম ইছন মিয়ার সাথে জমি-জমা নিয়ে বিরোধ।

তাঁর বড় ভাই, সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মরহুম নুরুল ইসলাম ইছন মিয়া, সদ্য (২০০৮) জামায়াতে যোগ দেওয়ায় মরহুম ইছন মিয়া ছোট ভাই জবর মিয়ার ওপর চাপ সৃষ্টি করেন এবং জামায়াত থেকে সরে আসার জন্য চাপ দেন, কিন্তু জনাব জবর মিয়া উনার সিদ্ধান্ত অবিচল থেকে সেই চাপ উপেক্ষা করে জামায়াতের ব্যানারে চেয়ারম্যান পদে প্রার্থী হন।

আরও পড়ুনঃ  সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১

কিন্তু ফলাফল হয় আরো ভয়াবহ এক সময়ের পারিবারিক সম্পর্ক রূপ নেয় দ্বন্দ্বে, প্রতিশোধে, সম্পত্তি দখলের খেলায়। প্রথমে তাঁকে ব্যবসা থেকে বিচ্ছিন্ন করা হয়, পরে জমিজমি থেকে বঞ্চিত করা হয়, এবং শেষে নিজের পৈতৃক বাড়ি থেকেও উচ্ছেদ করা হয়। এমনকি তাঁর স্ত্রীর কাবিনের জমিও ইছন মিয়া উনার এবং ভাইদের নামে রেকর্ড করে নেন।

জনাব জবর মিয়া আইনের শরণাপন্ন হয় এবং জরিপে ৩০ /৩১ দ্বারা শেসে তিনি তাঁর অধিকার ফিরে পান। মৌজাঃ লক্ষীপাশা, খতিয়ান নং ১১৮১, জে.এল. নং ৪৭ অনুযায়ী ৯ শতক জমিও তাঁর মালিকানায় ফেরত আসে এবং সেই জমিতে বর্তমানে যে বর্গাচাষী চাষ করে আসছিলেন, তাঁকে তিনি ৯ শতক বাদ রেখে মৌখিক নোটিশ করেন। সর্বশেষ এই তথ্য সংগ্রহ করেন সুরমা দর্পণের স্টাফ রিপোর্টার।

প্রতিবেদক :
মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাড়ীতে পুলিশের অভিযান, আটক, ১