
সিলেট ৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান জোটের আসনভিত্তিক সমঝোতার প্রার্থী নিয়ে মন্তব্য করতে গিয়ে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান সম্পর্কে বলেছেন, উনি তো মাস/দেড় মাস থেকে নড়াচড়া করছেন, এর আগে উনার নাম-ধামও শুনি নাই আমরা। উনার দলেরও নাম শুনি নাই।
আমরা তো আলহামদুলিল্লাহ কানাইঘাট-জকিগঞ্জের প্রায় দুইশোটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি। উনার তো কোন নড়াচড়া নাই।
দুয়েকটা মিটিং, দুয়েকটা সাক্ষাৎকার ছাড়া উনার কোন তৎপরতা দেখতে পাচ্ছি না।
বেসিকেলি উনি একজন ওয়াইজ, পলিটিক্যালি তাঁর নাম-ধাম কখনো শুনিও নাই। ওয়াইজ হিসেবে, আলেম হিসেবে আমরাও জানি,লোকজনও জানে।
ডিবিসি চ্যানলের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
চীফ রিপোর্টার 



















