
যোহরের নামাজের আগেই হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুলতলীর বালাই হাওর এলাকা। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে করে আশিকান ও ভক্তরা দলে দলে উপস্থিত হচ্ছেন ফুলতলী ছাহেববাড়ির ঐতিহ্যবাহী ঈসালে সাওয়াব মাহফিলে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের আগেই মূল মণ্ডল ছাড়িয়ে হাওরের বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন আগত মুসল্লিরা।
শামসুল উলামা, হাদিয়ে যামান, রঈসুল কুররা ওয়াল মুহাদ্দিসীন সুলতানুল আরিফিন, মুর্শিদুনাল হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী (রহ.)-এর ১৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ঈসালে সাওয়াব মাহফিল সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
চীফ রিপোর্টার 
















