
.
বিশিষ্ট প্রাবন্ধিক ও কলামিস্ট মাওলানা আব্দুল হান্নান তুরুকখলীর ‘সাহিত্যকর্ম’ শীর্ষক গ্রন্থ “মাওলানা আব্দুল হান্নান
তুরুকখলী ও তাঁর সাহিত্যকর্ম” গ্রন্থখানা সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এ গ্রন্থে মাওলানা আব্দুল হান্নান তুরুকখলীর জীবন ও দীর্ঘ ২৭ বছরের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে।
এ গ্রন্থে সিলেট বিভাগের বিশিষ্ট কয়েকজন লেখক-গবেষক মাওলানা আব্দুল হান্নান তুরুকখলীর সাহিত্যকর্ম নিয়ে মনোজ্ঞ আলোচনা করেছেন।
এছাড়াও মাওলানা আব্দুল হান্নান তুরুকখলী রচিত ৩৪টি গ্রন্থের গ্রন্থালোচনা ও সবকটি গ্রন্থের প্রচ্ছদ ছবি রয়েছে এ গ্রন্থে।
১৫২ পৃষ্ঠার এ গ্রন্থখানার সংকলন ও সম্পাদনা করেছেন বিশিষ্ট চিকিৎসক জিল্লুর রহমান।
প্রতিবেদক:
সুহেল আহমদ, সম্পাদক: সুরমা দর্পণ।
সুহেল আহমদ 








