
.
রাখালগঞ্জ (সিলেট), ১৫ সেপ্টেম্বর ২০২৫ঃ
রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস আজ সোমবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক, লেখক, গবেষক ও টেগোর সেন্টার সিলেটের প্রধান নির্বাহী জনাব মিহিরকান্তি চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নতুন জীবনের সূচনায় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জনাব নজরুল ইসলাম।
বাস্তবায়ন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন—
জনাব শুধাংশু শেখর নাথ, জনাব আফতাবুল ইসলাম জবর, জনাব গোলাম হাসান শামীম এবং জনাব আব্দুল মালিক মানিক, অধ্যক্ষ, কিশলয় বিদ্যানিকেতন।
শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন—
ওলিউর রহমান, আব্দুল্লাহ আল নাহিয়ান খাঁন, মহি উদ্দিন আল মনসুর টিটু এবং জনাব গৌরাপদ দত্ত, অধ্যক্ষ, রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব লুৎফুর রহমান, প্রধান শিক্ষক, ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়;
সাইফ উদ্দিন আল ফারুক মিঠু, অভিভাবক সদস্য, এডহক কমিটি;
জনাব মাওলানা সালেহ আহমদ শাহিন, জনাব মাহমুদুর রহমান, জনাব আব্দুল কাদির প্রমুখ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।
প্রতিবেদক:
এনাম উদ্দিন সামি, সুরমা দর্পণ
সুরমা দর্পণ ডেস্ক: 









