Dhaka ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই -আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ফুলতলীর বালাই হাওর জনসমুদ্রে পরিণত, ঈসালে সাওয়াব মাহফিলে লাখো আশেকের সমাগম শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চৌধুরী আর নেই। পলিটিক্যালি তাঁর নাম-ধাম কখনো শুনিও নাই: মুফতি আবুল হাসান সম্পর্কে মাওলানা আনওয়ার হোসাইন খান নির্বাচন স্থগিতের প্রতিবাদে মধ্যরাতে শাহজালাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ। সদর হাসপাতালে গৃহবধূকে ধ*র্ষ*ণ, ২ আনসার সদস্য আ ট ক সুরমা দর্পণের সাবেক উপদেষ্টা মিজানুর রহমান গ্রেফতার। হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর সৈয়দুল ইসলামের কবিতা || শীতকাল || যুক্তরাষ্ট্রের নিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ।

রাজধানীতে হাদির নিতর দেহ | কবি নজরুলের পাশে সমাহিত হবেন তিনি।

  • জনি মাহমুদ
  • আপডেটের সময়: ০৯:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহিদ শরিফ ওসমান হাদী
মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর জানাজা, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫:

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্তেকাল করা শহিদ শরিফ ওসমান হাদী—যিনি সর্বজনের কাছে ওসমান হাদী নামে পরিচিত—এর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-585)। মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে দেশজুড়ে শোকের আবহ আরও গভীর হয়ে ওঠে।

বিমানবন্দরে মরহুমের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শহিদ ওসমান হাদির কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন হাসনাত, সাদেক কায়েম, মাহমুদুর রহমান ও সালাউদ্দিন আহমেদসহ উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী আবেগঘন পরিবেশে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  নির্বাচন স্থগিতের প্রতিবাদে মধ্যরাতে শাহজালাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ।

পরিবারের সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আলোকে শহিদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ২টা ৩০ মিনিট। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হবে।

জানাজা ও আনুষঙ্গিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানানো হয়, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন করবেন না। একই সঙ্গে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মরদেহ প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চৌধুরী আর নেই।

শহিদ ওসমান হাদির মৃত্যুতে সরকার আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী যথাযথ মর্যাদায় শোক পালন করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

শহিদ শরিফ ওসমান হাদী ছিলেন একজন চিন্তাশীল, প্রতিবাদী ও আদর্শনিষ্ঠ মানুষ। তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার একটি মুসলিম পরিবারে। একাডেমিক জীবনে তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় আলিম (এইচএসসি সমমান) পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারে শিক্ষকতা করেন এবং শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র, সমাজ ও ন্যায়বোধের প্রশ্নে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখেন।

আরও পড়ুনঃ  ফুলতলীর বালাই হাওর জনসমুদ্রে পরিণত, ঈসালে সাওয়াব মাহফিলে লাখো আশেকের সমাগম

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সমাজ ও রাষ্ট্রের অন্যায়, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তাঁর স্পষ্ট ও আপসহীন অবস্থান তাঁকে অল্প সময়েই তরুণ সমাজের কাছে সাহসী কণ্ঠ ও প্রতিবাদের প্রতীকে পরিণত করে।

শহিদ ওসমান হাদির ইন্তেকালে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ তাঁকে স্মরণ করছেন একজন নির্ভীক চিন্তাবিদ, মানবিক মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী হিসেবে।

শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশবাসী।

প্রতিবেদক:
মোঃ জনি মাহমুদ, রাজধানী রিপোর্টার।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই -আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

রাজধানীতে হাদির নিতর দেহ | কবি নজরুলের পাশে সমাহিত হবেন তিনি।

আপডেটের সময়: ০৯:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহিদ শরিফ ওসমান হাদী
মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর জানাজা, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫:

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্তেকাল করা শহিদ শরিফ ওসমান হাদী—যিনি সর্বজনের কাছে ওসমান হাদী নামে পরিচিত—এর মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-585)। মরদেহ দেশে পৌঁছানোর মধ্য দিয়ে দেশজুড়ে শোকের আবহ আরও গভীর হয়ে ওঠে।

বিমানবন্দরে মরহুমের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শহিদ ওসমান হাদির কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন হাসনাত, সাদেক কায়েম, মাহমুদুর রহমান ও সালাউদ্দিন আহমেদসহ উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী আবেগঘন পরিবেশে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চৌধুরী আর নেই।

পরিবারের সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আলোকে শহিদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ২টা ৩০ মিনিট। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হবে।

জানাজা ও আনুষঙ্গিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানানো হয়, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন করবেন না। একই সঙ্গে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মরদেহ প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচন স্থগিতের প্রতিবাদে মধ্যরাতে শাহজালাল ইউনিভার্সিটিতে বিক্ষোভ।

শহিদ ওসমান হাদির মৃত্যুতে সরকার আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী যথাযথ মর্যাদায় শোক পালন করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

শহিদ শরিফ ওসমান হাদী ছিলেন একজন চিন্তাশীল, প্রতিবাদী ও আদর্শনিষ্ঠ মানুষ। তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার একটি মুসলিম পরিবারে। একাডেমিক জীবনে তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় আলিম (এইচএসসি সমমান) পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারে শিক্ষকতা করেন এবং শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র, সমাজ ও ন্যায়বোধের প্রশ্নে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখেন।

আরও পড়ুনঃ  সদর হাসপাতালে গৃহবধূকে ধ*র্ষ*ণ, ২ আনসার সদস্য আ ট ক

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সমাজ ও রাষ্ট্রের অন্যায়, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তাঁর স্পষ্ট ও আপসহীন অবস্থান তাঁকে অল্প সময়েই তরুণ সমাজের কাছে সাহসী কণ্ঠ ও প্রতিবাদের প্রতীকে পরিণত করে।

শহিদ ওসমান হাদির ইন্তেকালে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ তাঁকে স্মরণ করছেন একজন নির্ভীক চিন্তাবিদ, মানবিক মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী হিসেবে।

শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশবাসী।

প্রতিবেদক:
মোঃ জনি মাহমুদ, রাজধানী রিপোর্টার।