
শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার ভোর ১-২০ মিনিটের সময় রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০৬ বছর।
করোনা মহামারির সময় লন্ডন প্রবাসী বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরীকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়েছিল। ১০২ বছর বয়সী দবির চৌঃ রমজান মাসে লকডাউনের সময় পায়ে হেঁটে করোনাভাইরাস সংকটে দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে নেমে প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড উত্তোলন করেন।এরপর তিনি রানীর ওবিই সম্মানে ভূষিত হন।
১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্ম নেওয়া দবিরুল ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন ১৯৫৭ সালে। ইংরেজি সাহিত্য বিষয়ে পড়াশোনার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই বসবাস করে আসছেন।
লন্ডন প্রতিনিধি 
















