
শীতকাল
মোঃ সৈয়দুল ইসলাম
উত্তরেরি হিমেল হাওয়ায়
হাড় কাঁপানো শীত,
আগুন পোহায় বসে দাদু
গায় মজারি গীত।
খেজুর রসে শীতের পিঠা
খেতে ভালো লাগে,
মায়ের হাতের পিঠা খেতে
জাগি সবার আগে।
শীতের আকাশ মেঘাচ্ছন্ন
সূর্যের লুকোচুরি,
লেপের নিচে বসে বসে
খায় শিশুরা মুড়ি।
জমির বুকে স্বপ্ন বুনতে
কৃষক ছুটে মাঠে,
প্রচণ্ড কুয়াশার মাঝেই
শীতের কালটা কাটে।
সুরমা দর্পণ ডেস্ক: 










